মুন্সীগঞ্জের বিক্রমপুরের বিশিষ্ট ব্যবসায়ী হারুন-অর-রশিদ খান (৭৯) গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি ইন্তেকাল করেছেন।
বুধবার দুপুরে তার জানাজা শেষে বিক্রমপুরে তাকে সমাহিত করা হয়।
১৯৬৮ সালে তিনি মুন্সীগঞ্জ মহকুমা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য এবং সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। একই সালে তিনি লৌহজং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/জিন্নাত