গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের ব্যানারে সোমবার দুপুরে সরকারি কলেজের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নুর মো. আনিসুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ছামিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার কলেজ চলাকালীন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান কলেজ ক্যাম্পাসের ভেতরে কয়েকজন বখাটে যুবককে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করেন। পরে তারা ওই অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
বিডি প্রতিদিন/এমআই