দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান পারভেজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
পটুয়াখালীর বিশিষ্ট ব্যাবসায়ী শিবু লাল দাস ও তার গাড়ী চালক মিরাজকে অপহরণের পর ২০ কোটি টাকা মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আতিকুর রহমান পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধূরী’র নির্দেশক্রমে সংগঠনটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত ১৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. আতিকুর রহমান পারভেজকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুপারিশের প্রেক্ষিতে (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ উপধারা অনুযায়ী) কেন্দ্রীয় সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদকের নির্দেশক্রমে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান পারভেজকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
বিডি প্রতিদিন/হিমেল