নাটোরের গুরুদাসপুরে পিকআপের ধাক্কায় সালেম উদ্দিন (৫৭) নামে এক পথচারীর নিহত হয়েছে। সোমবার বিকেলে ৫টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেম উদ্দিন উপজেলার রানীগ্রামের মৃত কমল উদ্দিনের ছেলে।
নাটোর বনপাড়ার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, সোমবার বিকেলে ৫টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বিশ্বরোড মোড় এলাকায় ঢাকাগামী একটি মিনি পিকআপ ওই পথচারীকে ধাক্কা দিলে রোড়ের পাশে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই পথচারীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এসময় ঘাতক চালককে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম