নরসিংদীতে জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট বাছেদ ভূইয়া ও সদব উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ভূইয়া ও আমিনুল হক বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই