কুমিল্লার লাকসামে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাজহারুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলী আহমদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, ইউপি সদস্য ও কৃষক-কৃষাণীরা।
স্বাগত বক্তব্যে ২০২১-২২ অর্থ বছরে উপজেলার প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনূর ইসলাম। প্রণোদনা কর্মসূচিতে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই