বেনাপোলের আওয়ামী লীগ নেতা মগর আলী হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা হারুন এবং অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা শামছুরকে সোমবার রাতে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত হারুন মগর আলীর বড় ভাই আরব আলীর ছেলে। বসতবাড়ির জমির মালিকানা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল বলে এলাকাবাসী জানায়।
গত বৃহস্পতিবার বেনাপোল পৌরসভা থেকে ইফতার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কাগজপুকুর বাজারে পৌঁছালে ভাতিজা হারুনের নেতৃত্বে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। যশোর নেবার পথে রাস্তায় মারা যান তিনি। নিহত মোগর আলী কাগজপুকুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এজাহার নামীয় দু’জন আসামি গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদেরও অবিলম্বে গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/কালাম