ফরিদপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে মধুখালী উপজেলা বিএনপি।
সোমবার বিকালে মধুখালী রেলগেটস্থ বিএনপি কার্যালয়ের পাশে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লার সঞ্চালনায় সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আবুল কাসেম আবুল, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, শরিফুল ইসলাম, মিহির কুমার রায়, খন্দকার ওবায়দুর রহমান, ইয়াসিন বিশ্বাস, কামরুজ্জামান মিন্টু ও এস এম মোক্তার হোসেন।
সমাবেশ থেকে বক্তারা ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনকে অভিনন্দন জানান। দীর্ঘদিন পর ফরিদপুর জেলা বিএনপির ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আব্বাসকে ধন্যবাদ জানান।
সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা ছাড়াও মধুখালী উপজেলার সবকয়টি ইউনিয়নের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। একই দিনে সদ্য ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে ফরিদপুরের ৮টি উপজেলায় সমাবেশ করেছে বিএনপি।
বিডি প্রতিদিন/কালাম