বাগেরহাটের মোংলা উপজেলায় কাইনমারী এলাকায় ইজিভ্যানের চাপায় নিরূপম রায় (৬) নামে এক শিশু মারা গেছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরূপম রায় উপজেলার কাইনমারী গ্রামের বাসিন্দা মিন্টু রায়ের ছেলে।
জানা যায়, নিরূপম রায় সন্ধ্যায় দাদি উর্মিলা রায়ের সাথে পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিভ্যানের নিচে চাপা পড়ে। পরে গুরুতর আহত নিরূপমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এদিকে, একমাত্র শিশু মারা যাওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়েছে তার মা শম্পা রায় (২৫)। তিনি বলেন, তার শিশু মারা যায়নি, ঘুমাচ্ছেন। কোলে রেখে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকছেন তিনি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল ইসলাম স্বর্ন বলেন, শিশুটির মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা আপ্রাণ চেষ্টা করেও শিশুটিকে বাঁচিয়ে রাখতে পারিনি।
বিডি প্রতিদিন/এমআই