বাগেরহাটের রামপাল উপজেলায় চাচাতো ভাই-ভাতিজার হাতে নিহত হয়েছেন মল্লিক দিদারুল আলম (৫০) নামের এক ব্যাক্তি। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুমলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের পর ঘাতক চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মল্লিক দিদারুল আলম রামপালর উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আশরাফুল আলম জানান, রামপাল উপজেলার কুমলাই গ্রাামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত পৌনে ১০টার দিকে আব্দুস সাত্তার ও তার ছেলে আবু বক্করের সাথে কথা কাটাকাটি হয় সাত্তারের চাচাতো ভাই মল্লিক দিদারুল আলমের (৫০)। এসময় চাচাতো ভাই সাত্তার ও ভাতিজা বক্কর ধারালো অস্ত্র দিয়ে দিদারুলকে বাড়ির উঠানে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন।
তিনি আরও জানান, পরিবার ও প্রতিবেশীরা উদ্ধার করে দিদারুলকে রামপাল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাত্তারের ছেলে অপর ঘাতক আবু বক্করকে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের ময়নাতদন্ত বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ