ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রজেক্ট পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ফুলপুর পরিদর্শনে আসেন তিনি।
এরপর প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। তারপর ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর ইউনিয়ন পরিষদ, ফুলপুর ইউনিয়ন ভূমি অফিস ও সহকারী কমিশনার ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সকলকে তাদের সেবার মান আরও বৃদ্ধি করাসহ মানুষের সমস্যা দ্রুত নিষ্পত্তির পরামর্শ প্রদান করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে তিনি আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক ফুলপুরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ও ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই