কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকসহ একজন নারীসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল ও ৭ বোতল এসকাফ নামক মাদক উদ্ধার করে পুলিশ।
আটক আমজাদ হোসেন (৪২) ও রোজিনা বেগম (৩৫) উভয়ই নাগেশ্বরী পৌরসভার অন্তর্গত বকশির খামার বল্লভপুরের বাসিন্দা। পুলিশ জানায়,বকশির খামার বল্লভপুরের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতবাড়ীর টিনসেড ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়।এরপর তাদের নাগেশ্বরী থানায় নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি নবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম