ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমগাছে ঝুলন্ত অবস্থায় প্রদীপ দাস (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রদীপ দাস আখাউড়া পৌরশহরের চন্দনসার এলাকার বাগানবাড়িতে বসবাস করতেন। তিনি সুইপারের কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পৌর কাউন্সিলরকে খবর দেয় তারা। খবর পেয়ে কাউন্সিলর এনাম খাদেম ঘটনাস্থলে এসে পুলিশকে জানায়।
আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে তার নাম প্রদীপ বলে জানা গেছে। তবে তার আঙুলের ছাপের মাধ্যমে তার নাম-ঠিকানা সংগ্রহ করা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই