ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানজট এখন মারাত্মক আকার ধারণ করেছে। ঈদের বাজারকে কেন্দ্র সকাল থেকে রাত পর্যন্ত জনজীবনে নাভিশ্বাসের কারণ হয়ে উঠেছে এই যানজট। এই যানজট নিরসনে এবার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করে বিভিন্ন দাবিনামা তুলে ধরেছেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.শাহগীর আলমের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ। এসময় মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সহসভাপতি এড.ইসমত আরা, এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, আবু কাউসার খান, মো.মনির হোসেন, নোঙর সভাপতি শামীম আহমেদ, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম যুগ্ম-সম্পাদক মিনহাজ মামুন, অর্থ সম্পাদক জান্নাত পারভীন স্মৃতি উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোল্লা মো.শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আবদুল কুদ্দুস।
মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম নেতৃবৃন্দ এসময় ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে রাত ৮ টা থেকে সকাল ৮টার মধ্যে সকল প্রকার ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান প্রবেশ ও বের হওয়ার সময় বাস্তবায়ন, শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র সিএনজি চলাচল বন্ধ, বিভিন্ন সড়কে নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা, নতুন করে বিদ্যুৎচালিত অটোরিক্সার লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মো.শাহগীর আলম বলেন,আমি যোগদানের পর থেকেই শহরের যানজট নিরসনের কাজ শুরু করেছি। বেশকিছু ক্ষেত্রে সফলতাও পেয়েছি। পুলিশ ও পৌরসভাও সহায়তা করছেন। বিভিন্ন সময় আমি সরাসরি এ কাজে মাঠে সক্রিয়ভাবে অংশ নিচ্ছি। আশা করছি দ্রুতই শহরবাসী যানজট বিষয়ে আরও সুফল পাবে। তিনি এসময় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবী হয়ে সরকারের কাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ