গাজীপুরের কালিয়াকৈরে ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় গতকাল বুধবার রাতে। আহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার ছাপড়া মসজিদ এলাকার আব্দুল আজিজের ছেলে রাসেল মিয়া (৩২)।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাসেল মিয়া দীর্ঘদিন উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় মা ফার্মেসি নামে একটি দোকান দিয়ে ওষুধ বিক্রি করে আসছেন। গতকাল বুধবার রাতে তিনি তার ওষুধের দোকান থেকে বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ সময় বাঁধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে শাকিল নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গুরুত্বর আহত অবস্থায় ওই ওষুধ বিক্রেতাকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আটককৃত ছিনতাইকারী হলেন বগুড়া জেলার ধুনট থানার সরুগ্রাম এলাকার আয়নাল মিয়ার ছেলে শাকিল (৩২)। কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, এ ঘটনার পর এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর