মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লেয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজেন এটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
সূচনা বক্তব্যে কর্মশালায় প্রোগ্রাম ফেসিলিটেটর মো. আবু আজম নূর প্রজেক্টরের মাধ্যমে এই প্রোগ্রামের সার্বিক দিক তুলে ধরেন। তিনি জানান, স্কিলস ফর এমপ্লেয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ২০২৪ সালের মধ্য দেশে সাড়ে আট লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৪ সালে।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি মহিলা সদস্য, পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই