বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক মাছ ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় আরও দুই ছিনতাইকারী ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই ছিনতাইকারীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হলো গোপালগঞ্জের কোটালীপাড়ার বান্ধাবাড়ি গ্রামের মোবারক সিকদারের ছেলে ইসরাফিল শিকদার (৩২) ও রাজশাহীর তানোর উপজেলার ধানোরা গ্রামের রবিউজ্জামানের ছেলে মনজুর রহমান (৩৬)। ১০ লাখ টাকার ব্যাগসহ পালিয়ে যাওয়া অপর দুই জনের নাম প্রকাশ করেনি পুলিশ।
আগৈলঝাড়া থানা ওসি গোলাম ছরোয়ার জানান, বাকাল ইউনিয়নের উত্তর বগ মগড়া গ্রামের মাছ ব্যবসায়ী কৃষ্ণ কান্ত ঘরামী গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান পয়সারহাট বন্দর থেকে মাহিন্দ্র আলফাযোগে ১০ লাখ টাকা নিয়ে নিজ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বড়মগড়া বাজারের পশ্চিম পাশে বালুর মাঠ এলাকায় ৪ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে গলায় রশি দিয়ে পেচিয়ে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তার ধস্তাধস্তিতে স্থানীয়রা দুইজনকে আটক করলেও টাকার ব্যাগ নিয়ে অপর দুইজন পালিয়ে যায়।
এ ঘটনায় কৃষ্ণ কান্ত বাদী হয়ে আটক ২ জনসহ মোট চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে প্রেরন করা হয়েছে। অপর দুই আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ