পিরোজপুরে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ইন্দুরকানী উপজেলায় খালের মোহনার চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিকালে সাড়ে পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তাবন্দি একটি লাশ দেখে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তাবন্দি করে এনে নদীতে ফেলে দেয়া হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম