ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হল আলট্রাসনোগ্রাম মেশিন। এখন থেকে এ অঞ্চলের রোগীরা অল্প খরচে হাসপাতালেই আলট্রাসনোগ্রাম করতে পারবেন। সরকারি ভাবে বরাদ্দ পাওয়া এ আলট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম চালু করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুল আনোয়ার।
এর আগে ডা. তৌহিদুল আনোয়ার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ (সি.এম.এস.ডি) তে একটি আলট্রাসনোগ্রাম মেশিন চেয়ে আবেদন করেন। আবেদনের ২মাস পর মেশিনটি পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এটি চালু করা হয়। শুক্রবার থেকে পুরোদমে এর কার্যক্রম শুরু হয়েছে। এটি বৃহস্পতিবার এনেই কয়েকজন রোগীর আলট্রাসনোগ্রাম করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুল আনোয়ার জানান, প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এ অঞ্চলের রোগীরা অল্প খরচে আলট্রাসনোগ্রাম করতে পারবেন। এছাড়াও একজন হোমিও চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। বর্তমানে বেডের চেয়ে রোগী বেশী ভর্তি রয়েছেন। তাই ৩১ শয্যার হাসপাতালকে ৫০শয্যায় উন্নীত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আলট্রাসনোগ্রাম মেশিনটি সংযোজন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্থানীয় সাংসদ শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী কে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন