বগুড়ার নন্দীগ্রামে গরিব অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ৩০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
পরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবের নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা ৩০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব জানান অসহায় মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। করোনাকালে গরীব অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে থেকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র রমজানে অসহায় রোজাদারদের হাতে হাতে ইফতার পৌঁছে দিয়েছি।
এময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মকুল হোসেন মকুল, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর ছাত্রলীগ নেতা আহসান হাবীব সজীব, ছাত্রলীগ নেতা মিসকাত হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রাসেকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মাদ আশিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন