বগুড়া জেলা ১৪ দলের সভা টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ শে এপ্রিল শুক্রবার বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া জেলা কমিটির সভাপতি রেজাউল করিম তানসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ন্যাপ (মোজাফফর) বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টিপু, ন্যাপ (মোজাফফর) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মন্তেজার রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল লতিফ ববি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া জেলা কমিটির সহ সভাপতি অ্যাড. ইমদাদুল হক ইমদাদ।
সভায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বগুড়া জেলা ১৪ দলের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীতে ১৪ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল