রাজশাহীর চারঘাটে গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মান্নান (৬০)। তার বাড়ি কানজগাড়ি গ্রামে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, মাঝে মধ্যে তার বাগানের কলা চুরি যাচ্ছিল। রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশে কলা বাগানে যান। দীর্ঘ সময় না আসায় বাড়ির লোকজন কলাবাগানে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তার গলাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা বের করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/হিমেল