বাড়ির পাশে পাথরঘাটা নদীর পানিতে ডুবে দিনাজপুরের বীরগঞ্জের মো. মমিনুর (৪)নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মৃত মো. মমিনুর বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিসামত গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিসামত গ্রামের বাড়ীর পাশে পাথরঘাটা নদীর পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, মো. আক্কাস আলীর বাড়ী কিসামত গ্রামের পাথরঘাটা নদীর পাশেই। প্রতিদিনের ন্যায় শনিবার বুদ্ধিপ্রতিবন্ধি শিশু মোঃ মমিনুলকে বাড়ীতে রেখে পরিবারের সকলেই কাজে চলে যায়। দুপুরে বাড়ীতে ফিরে এসে নদীর পানিতে মো. মমিনুলকে ভাসতে দেখে। পরে তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম