বরগুনার সদর উপজেলার কালিরতবক গ্রামে রওশনয়ারা (৫২) নামের এক বিধবা মহিলাকে নির্যাতন ও হত্যা করে মৃতদেহ জঙ্গলে মাটি চাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও সিআইডি আজ বুধবার বিকালে মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রওশনআরার মেয়ে রিনা বেগম বাংলাদেশ প্রতিদিনকে জানান, গ্রামের জালাল হাওলাদারের ছেলে হুমাউন (৩২) প্রায়ই তার মায়ের কাছ থেকে টাকা ধার নিত। টাকা নিয়ে আর ফেরৎ না দেয়া নিয়ে বিরোধ হলে রওশনআরাকে দেখে নেবার হুমকি দেয় হুমাউন। কয়েকদিন আগে রওশনআরার টাকা চুরি করে হুমাউন। বুধবার ঈদের রাতে নাতিদের এগিয়ে দেবার সময় বড় বোনের সাথে মোবাইল কথা বলছিলো রওশনআরা। নাতিদের এগিয়ে দিয়ে কথা বলতে বলতে বাড়ি ফেরার পথে হুমাউনের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করলে বাঁচাও বলে চিৎকার শুনতে পাওয়া যায়। সারারাত কোথাও তার খোঁজ পায়নি স্বজনরা। আজ বেলা ১১ টার দিকে হুমাউনদের হাওলাদার বাড়ী সংলগ্ন জঙ্গলে কাচা মাটি দেখতে পেলে কয়েকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
রওশনআরার মেয়ে রিনা বলেন, হুমাউন লোকজন নিয়ে আমার মা'কে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওর সাথে কারা ছিলো তাদের বের করুন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, রওশানআরা একসপ্তাহ আগে ২০ হাজার টাকায় একটি গরুর বাছুর বিক্রি করার টাকা হুমাউন চুরি করে। টাকা চুরির ঘটনা নিয়ে হুমাউনের সাথে কথাকাটাকাটি হয় বলে গ্রামবাসী জানায়।
এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই মূহূর্তে কিছু বলা যাবে না, তদন্ত করে দেখতে হবে। কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে বা কারা জড়িত। ঘটনার পর থেকে হুমাউন তার বাবা, মাসহ পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল