মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দীপক সুত্রধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন জানান, ৭ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয় করা হবে। আর মিলারদের নিকট থেকে চাল ক্রয় করা হবে আগামী ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
এবার এ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২৬৮ মেট্রিক টন। আর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫৯৭ মেট্রিক টন। প্রতি কেজি ধান ক্রয় করা হবে ২৭ টাকা করে। আর সিদ্ধ চাল ক্রয় করা হবে ৪০ টাকা করে।
বিডি প্রতিদিন/এএম