গোপালগঞ্জ জেলায় এবছর প্রথমবার নারীদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ পৌরসভার নবনির্মিত ঈদগাহ ময়দানে নারী-পুরুষ ধর্মীয় নিয়মকানুন মেনে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ পড়ান গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম শেখ হাফিজুর রহমান।
ঈদের নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী। প্রায় ৪০ হাজার পুরুষ ও প্রায় ৫ শত নারী ঈদের নামাজ আদায় করেছেন।
নামাজ আদায় শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারণে আমরা ধর্মীয় সকল নিয়ম-কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পড়েছি। আশা করি আগামীতে আমাদের আরও মা-বোনেরা ঈদগাহে নামাজ পড়তে উৎসাহী হবেন।
গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী বলেন, এবারই প্রথম নারীদের জন্য ঈদগাহে ঈদের নামাজ পড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার স্বল্প পরিসরে নামাজের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের নামাজ পড়ার জন্য মা-বোনদের যে উৎসাহ দেখেছি, তাতে আগামীতে আরও একটু বৃহৎ পরিসরে নামাজ পড়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই