বরগুনার সদর উপজেলার কালিরতবক গ্রামে রওশনয়ারা (৫২) নামে এক বিধবা মহিলাকে নির্যাতন ও হত্যা করে মৃতদেহ জঙ্গলে মাটি চাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও সিআইডি আজ বুধবার বিকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রওশনয়ারার মেয়ে রিনা বেগম বাংলাদেশ প্রতিদিনকে জানান, গ্রামের জালাল হাওলাদারের ছেলে হুমাউন (৩২) প্রায়ই তার মায়ের কাছ থেকে টাকা ধার নিত। টাকা নিয়ে আর ফেরত না দেওয়ায় বিরোধ হলে তার মাকে হুমকি দেয় হুমাউন। কয়েকদিন আগে মায়ের টাকা চুরি করে হুমাউন। বুধবার ঈদের রাতে নাতিদের এগিয়ে দেবার সময় বড় বোনের সাথে মোবাইল ফোনে কথা বলছিলো।
নাতিদের এগিয়ে দিয়ে কথা বলতে বলতে বাড়ি ফেরার পদে হুমাউনের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে। সারারাত কোথাও তার খোঁজ পায়নি স্বজনরা। আজ বেলা ১১টার দিকে হুমাউনদের হাওলাদার বাড়ি সংলগ্ন জঙ্গলে কাচা মাটি দেখতে পেলে কয়েকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
রওশনায়ারার মেয়ে রিনা বলেন, হুমাউন লোকজন নিয়ে আমার মাকে হত্যা করেছে। আমরা বিচার চাই। ওর সাথে কারা ছিল তাদের বের করুন। গ্রামবাসীর সূত্রে জানা গেছে, রওশানায়ারা এক সপ্তাহ আগে ২০ হাজার টাকায় একটি গরুর বাছুর বিক্রি করার টাকা হুমাউন চুরি করে। টাকা চুরির ঘটনা নিয়ে হুমাউনের সাথে কথাকাটাকাটি হয় বলে গ্রামবাসী জানায়। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করার দাবিও জানিয়েছেন গ্রামবাসী।
এদিকে ঘটনার পর থেকে হুমাউন তার বাবা ও মাসহ পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই মুহূর্তে কিছু বলা যাবে না, তদন্ত করে দেখতে হবে। কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে বা কারা জড়িত।
বিডি প্রতিদিন/আবু জাফর