বগুড়া সারিয়াকান্দির দুইজন কবি লেখককে সংবর্ধনা দিয়েছেন উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের চরবাসী। বুধবার সকালে চর চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপজেলার সন্তান কবি খৈয়াম কাদের এবং লেখক ডক্টর বেলাল হোসেনকে সংবর্ধিত করেছে চালুয়াবাড়ী ইউনিয়নের চরবাসী।
কবি খৈয়াম কাদের বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নবনির্বাচিত উপাধ্যক্ষ। তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। লেখক ডক্টর বেলাল হোসেনেরও গবেষণামূলক বেশ কয়েকটি গ্রন্থ বাংলা একাডেমী হতে প্রকাশিত হয়েছে। তিনি বগুড়া সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের নবনির্বাচিত উপাধ্যক্ষ।
চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন মায়ার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান শওকত আলী, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগ নেতা শাহাদৎ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম