নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বছির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী, ভাই ও বোনসহ ৪ জন আহত হন। আজ বুধবার দুপুরে উপজেলার খলিশাপুর ইউনিয়নের শিমুলকান্দি কুরপার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত বছির উদ্দিন উপজেলার ওই গ্রামের পশর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম জানান, বছির উদ্দিনের সাথে একই গ্রামের চাঁন শেখ, লাল মিয়া ও মৌজা আলীর সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে দুইপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাবল দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করে।
পরে স্বজনরা বছির উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অন্যরা নেত্রকোনা জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, বছির উদ্দিনের বাবার সৎ ভাই মৌজালী, চাঁন শেখ ও লাল মিয়া। তাদের সাথে সৎ ভাই পশর আলীর ছেলে বছির উদ্দিনের ২৩ শতাংশ জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। মামলায় বছির উদ্দিন রায়ও পেয়েছেন। ওই জমির ওপর থাকা আম গাছ থেকে বছিরের প্রতিপক্ষের লোকজন আম পাড়তে গেলে তাদেরকে বাধা দেয়।
তিনি জানান, এই বাধাকে কেন্দ্র করে ঝগড়া সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের আঘাতে বছিরসহ ৫ জন আহত হন। ওই পক্ষেরও কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। আহত ব্যাক্তিদের মাঝে বছির উদ্দিন মারা গেছেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ