মাদারীপুরে নিখোঁজের ৩ দিন পরে আড়িয়াল খাঁ নদ থেকে বিজয় মোল্লা (১৭) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত বিজয় উত্তর শিরখাড়া গ্রামের ঘুনসি এলাকার ফারুক মোল্লার ছেলে বলে জানায় মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা।
নিহতের পিতা ফারুক মোল্লা বলেন, ‘গত রবিবার ৩০ জুন সন্ধ্যার পরে শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজারহাট বাজারে আমার ছেলের সাথে আমার সবশেষ দেখা ও কথা হয়। সে সেলুনে চুল কেটে তারপর বাড়িতে আসবে বলে জানায়। কিন্তু এরপর থেকে সে নিঁখোজ।’
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি এলাকার আড়িয়াল খাঁ নদে মৃত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শ্রীনদী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম