রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আহম্মদ হোসেন, ছোয়াদুল ইসলাম ও নাজমা বেগম।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রংপুর থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সৈয়দপুরের দিকে রওনা হয়। অপরদিক থেকে একটি সৈয়দপুর থেকে রংপুরগামী সিএনজি আসছিল। উল্লেখিত স্থানে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান। আহত অবস্থায় আর কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ইন-চার্জ খতিবুর রহমান ৩ জনের ঘটনাস্থলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন আহত ৫ জনকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক মোকাদ্দেস আলি হাসপাতালে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন বিভিন্ন ওয়ার্ডে আরোও কয়েকজন চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/শফিক