বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরকান্দার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া দারুস সালাম মাদ্রাসা মাঠে স্থানীয় কৃষক দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। কৃষক দলের নেতা মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাজী মো. শাখাওয়াত হোসেন নাননু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান সুলায়মান, বিএনপি নেতা নাজিমউদ্দিন লেলিন, কৃষক দলের নেতা অ্যাডভোকেট মামুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভায় জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান ও সাবেক ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএম