গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাকাশ্বর গ্রামে শুক্রবার দুইটি গরু বজ্রপাতে মারা গেছে। হোসনে আরা বেগম ( ৫৫) দুপুরের দিকে সাকাশ্বর আইডিয়াল স্কুলের মাঠে দুইটি গরু দুইটি ঘাস খাওয়ানোর জন্য চড়ান। এসময় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে তার গরু দুইটি মারা যায়।
গরুর মালিক হোসনে আরা জানান, সহায় সম্বল বিক্রি করে এই দুইটি গরু ক্রয় করে লালন পালন করতেছিলাম। কিন্তু বজ্রপাতে মরে যাওয়াতে আমার সব শেষ হয়ে গেলো।
এ ব্যাপারে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, হোসনে আরা বেগম গরীব মানুষ। বজ্রপাতে তার দুইটি গরু মারা গেছে। তাকে সহায়তা প্রদানের জন্য আমি সব ধরনের সহযোগিতা করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকপি ইবনে সাজ্জাদ বলেন, বজ্রপাতে এক কৃষকের দুইটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক লিখিত আবেদন করলে সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএম