১৭ মে, ২০২২ ১৮:৪১

ঠাকুরগাঁওয়ে ২৭ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ২৭ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার।

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার শিশু পার্কের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে ট্রাংক ভর্তি ৩টি এলএমজি, ২৪টি বন্দুকসহ অসখ্য গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এসব বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। পরে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়লে অস্ত্র দেখতে পান। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে এখন পর্যন্ত মোট ২৭টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে। আরও অস্ত্র আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে। ভবনের মালিককে খবর দেওয়া হয়েছে। তিনি পঞ্চগড়ে থাকায় আসতে দেরি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করছি। অস্ত্রগুলো পরিত্যক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল।

স্থানীয়রা বলছে, এটি একটি পুরাতন ভবন ছিল। ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে। নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটি। মুহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি বানানোর জন্য নির্মাণ কাজ শুরু করলে শ্রমিকরা সেখানে অস্ত্র দেখে পুলিশে খবর দেয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর