চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই একটি ট্রাক উল্টে দুইজন শ্রমিক নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের দুখুর মোড় গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে ধানকাটা শ্রমিক বুলবুল (৩৮) ও একই উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের মন্টু (৪৫)।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায়।
জানা গেছে, নওগাঁ থেকে ধান কেটে একটি ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে বিকেল সাড়ে ৪টার দিকে আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সড়কের জামতলা আচ্ছুর বাথান নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় বুলবুল ঘটনাস্থলেই মারা যান এবং মন্টুকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম