জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীতে ডুবে আরেফিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরেফিন জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিম পাড়া গ্রামের মিষ্টি আলীর ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের তুলসীগঙ্গা নদীর পাড়ে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে নদীর পানিতে পড়ে যায় আরেফিন। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর