২৫ মে, ২০২২ ২২:৩৬

বাউবিতে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কিত সভা

গাজীপুর প্রতিনিধি:

বাউবিতে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কিত সভা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ড ও সেবার মানোন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা শক্তিশালী করার লক্ষ্যে তথ্য অধিকার কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়ন ও তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কিত সভা বুধবার গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. সোয়াইব আহমেদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন, সামাজিক বিজ্ঞান-মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক এম এস সায়মা আহমেদ, লাইব্রেরি এন্ড ডকুমেন্টেশন বিভাগের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান এম এস সঙ্গীতা মোরশেদ, প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো: আব্দুল্লাহ আল কাফি, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মো: আব্দুল করিম এবং ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক মো: আব্দুস সাত্তার। 

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সুবিধাভোগীদের তথ্য প্রদান ব্যবস্থাপনা জোরদার করণের উদ্দেশ্যে বাউবি তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে। সভায় তথ্য অধিকার আইন, একাডেমিক কার্যক্রম ডিজিটালাইজেশন, ওয়ানস্টপ সেন্টার ও হেলপ লাইন, সেবা কার্যক্রম নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা, মাঠ পর্যায়ে গবেষণা ও অভ্যন্তরীন কর্মপরিবেশ উন্নয়নে বিস্তর আলোচনা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর