বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।
থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসা ৯ জনের একটি দল বান্দরবানে আসে। বান্দরবান থেকে মাইক্রোবাসে করে থানচির জীবননগর স্থানে পাহাড়ের ঢালুতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তারা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা শাখার কর্মচারী।
তিনি জানান, খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়। ঘটনাস্থলে ১ জন এবং বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে হামিদুল ইসলাম নামের বুয়েটের সিনিয়র সিকিউরিটি গার্ড স্টেট এন্ড লিগ্যাল অফিসার মারা যান। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        