সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সাভারের ঢাকা–আরিচা মহাসড়কে হেমায়েতপুর এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে সোহেল রানা (২৭) ও তার সহযোগী জাহাঙ্গীর আলম (৩০) কে গ্রেফতার এবং ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
সাভারে চামড়া শিল্প ফাঁড়ি ইনর্চাজ রাসেল মোল্লা জানান, গাবতলী থেকে বিপুল পরিমান ইয়াবা ঢাকায় ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকার বাসস্ট্যান্ড কাছ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮৫০ পিস ইয়েবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ