প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের পাটোয়ারী, মোস্তফা ভূইয়া, উপজেলা যুবলীগ নেতা আহম্মেদ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম বিএসসি প্রমুখ। মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ