নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুরসহ ৬টি উপজেলাতেই অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ পানিবন্দী এলাকাগুলোর অবস্থা আগের মতই।
এদিকে, নতুন করে কংশ নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের জঙ্গল বড়ওয়ারী শহর রক্ষা বাঁধ ধসে যায়। এতে করে নেত্রকোনা জেলা সদর পড়ে হুমকির মুখে।
শনিবার (১৮ জুন) থেকে আজ রবিবার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফেলা হচ্ছে বালু ভর্তি প্লাস্টিক ব্যাগ।
এখন পর্যন্ত ৩৪০০ ব্যাগ ফেলে বাঁধের ৫০ মিটার ঝুঁকিপূর্ণ জায়গা মেরামত চলছে। বাঁধে আরও ফেলা হবে ৫০০০ ব্যাগ। মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর থেকে আনা হচ্ছে ব্যাগগুলো।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যানের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ব্যাগ গুলো দিয়ে বাঁধ রক্ষার সর্বোচ্চ চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ