ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। অভিযানে আটক এক মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড এবং ৮ মোটরসাইকেল চালককে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সংলগ্ন মার্কেটে অভিযান চালায় পুলিশ। দণ্ডপ্রাপ্ত ওই যুবক হলো পৌরশহরের দেবগ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (২৫)। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী।
পুলিশ সূত্রে জানা গেছে, আগে মাদকসেবীদের নুরপুর গ্রামে নিয়মিত যাতায়াত করতো। পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার টানা অভিযানের কারণে মাদকসেবীরা এখন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মার্কেটের চা দোকানে নতুন আড্ডাস্থল বানিয়েছে। সন্ধ্যার জেলা সদরসহ বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা সেখানে আড্ডা জমায়।
শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তীর সহায়তায় থানার ইন্সপেক্টর সঞ্চয় কুমার সরকারের নেতৃত্বে ওই মার্কেটে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক জাতীয় স্কফ সিরাপসহ শাহাদাত হোসেনকে আটক করা হয়। তাছাড়া কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮ মোটরসাইকেল চালককে বিভিন্ন অংকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং চা দোকানীকে সতর্ক করে দেওয়া হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবিষ্যতে অভিযানকালে মাদকসেবীদের সনাক্ত করতে তাৎক্ষণিক ডোপ টেষ্টের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীর জোরদার অভিযানও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল