পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণে অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশন রবিবার মানববন্ধন করেছে।
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আনিছুর রহমান, লাইব্রেরীয়ান মো. আক্কাস উদ্দিন পাঠান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৈয়েবুর রহমান, প্রধান প্রকৌশলী মো. এবিএম মামুনুর রশিদ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মো. সাদেক হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রায়হানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. রুবেল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকী আবীর, আইন বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, ট্রেজারার শাহ মো. শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম