কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পাহাড় ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৯ জুন) রাত ৯টার দিকে কালারমারছড়ার অফিস পাড়ায় পাহাড় ধসেরর মাটি সরিয়ে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত শিশু রবিউল হাসান (৫) অফিস পাড়ার নজির হোসেন প্রকাশ বদু'র পুত্র।
এলাকাবাসীরা জানান, শিশু রবিউল হাসান বিকালে বাড়ির পাশে পাহাড়ের কোলে খেলতে গিয়ে সন্ধ্যা অবধি ফিরে না আসায় তার মা-বাবা ও আত্মীয়-স্বজন তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড় থেকে অতি বর্ষণের কারণে ধসে পড়া মাটির স্তুপের পাশে নিখোঁজ শিশু রবিউল হাসানের লুঙ্গি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রাত ৯টারদিকে ধসে পড়া মাটি সরিয়ে শিশু রবিউল হাসানের মরদেহ পাওয়া যায়।
কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, বৃষ্টির সময় পাহাড়ের পাশে খেলতে গিয়ে শিশুটি মাটি চাপা পড়ে মারা গেছে। পরে খোঁজাখুঁজি করে রাত ৯টার দিকে তার মৃতদেহ পাওয়া যায়। গত বছরও একই এলাকায় পাহাড় চাপায় আরো এক কন্যা শিশুর মৃত্যু হয়েছিল।
ইউনিয়ন পরিষদ থেকে ইতোপূর্বে লোকজনকে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছিল। তবুও অসচেতনতার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এসব ঘটনা ঘটে যায়।
বিডি প্রতিদিন/নাজমুল