গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় চোর সন্দেহে ভ্যান চালক ননী বিশ্বাসকে (৪২) নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ননী বিশ্বাসের স্ত্রী রেভা বিশ্বাস এ অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার স্বামী ভ্যান চালিয়ে সংসার চালাতেন। আমার মেয়ে বড় তাকে বিয়ে দিয়েছি। দুই ছেলে ছোট। তাদের নিয়ে আমি এখন অথৈই সাগরে পড়েছি।
তিনি তার স্বামীকে হত্যার বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।
হত্যাকান্ডের শিকার ননী বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে। এ ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে।
টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, সন্দেহের করণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় গত ১৪ জুন একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মমলায় ২০ জনের নাম উল্লেখ সহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি এবং আসামী গ্রেফতারেও অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম