বাগেরহাটে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩১তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মঠাখালী বাজার প্রদক্ষিণ করে তার কবরস্থানে গিয়ে শেষ হয়।
সেখানে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় কবির কবরের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও এর শিল্পীরা রুদ্রের গানের আয়োজন করেছে।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্মরণ সভায় রুদ্র স্মৃতি সংসদের রুদ্রের অনুজ সুমেল সারাফাতের সভাপতিত্বে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখার সভাপতি নূর আলম শেখ, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। রুদ্রের কবিতা আবৃত্তি করেন রেশমা আক্তার ঝুমুর। রুদ্রের লেখা গান পরিবশেন করেন যুথী খাতুনসহ মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও এর শিল্পীরা।
বিডি প্রতিদিন/এমআই