৩০ জুন, ২০২২ ১৯:১৭

দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে 
সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

দিনাজপুরে নানা আয়োজনে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস ও ১৬৮তম সিধু, কানু দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে সিধু-কানু স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী, শোভাযাত্রা, আলোচনা সভা এবং সান্তালদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষে ৭ দফা বাস্তবায়ন দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষানী সভা ও বাংলাদেশ ভূমিহীন সমিতির যৌথ উদ্দ্যোগে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধন পালন করেছে সংগঠনের নেতাকর্মী ও সর্মথকেরা।

দিনাজপুরের বালুবাড়িস্থ সিধু, কানু, চাঁদ, ভৈরবসহ ২৫ হাজার সাঁওতাল বিদ্রোহীর স্মরণে স্থাপিত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ৪টি সংগঠনের নেতকর্মী ও সমর্থকেরা। পরে তারা দিনাজপুর প্রেসক্লাবে শহীদদের স্মরণে আয়োজিত সভায় অংশ নেন। এসময় কৃষক ফেডারেশন দিনাজপুর শাখার সভাপতি তারোক কবিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল খান। আরো বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলি কিসকু, সাধারণ সম্পাদক স্বপন এক্কা, কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: হৃদয় হোসেন, কিষানী সভা দিনাজপুর কমিটির সভাপতি সাবিহা, সহ-সভাপতি তারামনি ও পৌর কমিটির সভাপতি রওশন আরা প্রমুখ।

দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর (খাটাংপাড়া)’র চাম্পাগাড়ঃ সান্তালী ভাষা ও সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন সংগঠনের আয়োজনে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস ও  সিধু, কানু দিবস পালিত হয়। চম্পাগাড়ঃসান্তালী ভাষা ও সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন সংগঠনএর সভাপতি ফাদার ফ্রান্সিস মুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ধর্ম প্রদেশ এর পরম শ্রদ্ধেয় বিশপ সেবান্তিয়ান টুডু। হুল দিবসের মুল বক্তব্য তুলে ধরেন চম্পাগাড় এর মহাসচিব যোগেন জে, বেসরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুল বাসকে। 

সদরের মির্জাপুরে জীবন্ত নৌকা ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন এর আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি  হিমান মুরমু। বিরল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বিরল উপজেলা চত্তরে তাৎক্ষণিক নির্মিত সিঁধু-কানুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর