৩ জুলাই, ২০২২ ১২:১৬

সুনামগঞ্জে বন্যাদুর্গত ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বন্যাদুর্গত ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা

সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত ও ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)। শনিবার (২ জুলাই) জেলার দুর্গত বিভিন্ন এলাকায় এই সহায়তা বিতরণ করা হয়।   

জামালগঞ্জের শাহপুর ও তেলয়িা, বিশ্বম্ভরপুরের দুর্গাপুর ও ফতেপুর, সদরের নারায়নতলা, টুকেরঘাট এলাকায় দুর্গতদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, বিএইচপির মহাসচিব ড. সুফি সাগর সামস, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সাফায়াত আলী খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর. ফররুখ আহমাদ খসরু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি রফিকুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,  জেলা সভাপতি দ্বিজেন কুমার সরকার সরকার প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বিএইচপি নেতা মো. নুরুল ইসলাম, সামছুল ইসলাম, অনকূল চন্দ্র দাস, মো. আশরাফ উদ্দিন, অ্যাভোকেট প্রণব চৌধুরী, সাব্বির আহম্মেদ, সুমন দাস, শ্রীকান্ত পাল, জিয়াউর রহমান, ওয়াহাব আলী, মো. আব্দুর রাজ্জাক, নোবেল দাস, পঙ্কজ দাস, ইন্তাজ আলী ফকির, রাজ কুমার দেবনাথ, শামছুন্নাহার শিলা প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর