নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) তাঁত শিল্প ও পণ্য মেলা। শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে নীলফামারী বড়মাঠে মেলার ভাচ্যুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় পুনাকের জেলা সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল প্রমুখ।
এর আগে, মেলার প্রধান গেটে পায়রা, বেলুন উড়িয়ে ও ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান পালন করা হয়।
মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশীয় তাঁত শিল্পের বিকাশ ও এ শিল্পের উৎপাদিত পণের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটাতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ওই মেলার আয়োজন করে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৯০টি স্টল অংশ গ্রহণ করেছে। চলতি জুলাই মাস ব্যাপী চলবে মেলাটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ