সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 'মাদককে না বলি, খেলাধুলায় মেতে থাকি'-এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ডিগবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২২। শনিবার (২ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুস্তারী মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মশিউর রহমান।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, রুহুল আমিন মন্ডল, সালাউদ্দিন মহাজন, আব্দুল আজিজ, মন্ডল মোহাম্মদ মহিউদ্দিন সানি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আক্তার হোসেন, মশিউর রহমান বাবুই, সোহেল মাস্টার প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ